বাংলাদেশের জাতীয় প্রতীক, পতাকা ও সংগীত সম্পর্কে লেখাকি কেমন ?

2.67K views
0

বাংলাদেশের জাতীয় প্রতীক কি ?
উঃ উভয় পাশে ধানের শীষে বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয পাশে দুটি করে তারকা।

জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন?
উঃ তৎকালীন ছাত্র নেতা আ.স.ম আবদুর রব।

জাতীয় পতাকা পরিমাপের অনুপাত কত?
উঃ দৈর্ঘ্য : প্রস্থ = ৫:৩

বাংলাদেশের জাতীয় সংগীত কোনটি?
উঃ আমার সোনার বাংলা প্রথম ১০ চরন।

আমার সোনার বাংলা কবিতাটিতে কতটি চরণ আছে?
উঃ ২৫টি।

আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থের অর্ন্তগত?
উঃ গীতবিতান এর অর্ন্তগত।

আমার সোনার বাংলা-র সুরকার কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

আমার সোনার বাংলা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
উঃ বঙ্গদর্শন।

আমার সোনার বাংলা প্রথম প্রকাশিত হয় কোন সালে?
উঃ ১৯০৫ সালে।

বাংলাদেশের রণ সংগীত কোনটি?
উঃ চল চল চল চল কবিতার প্রথম দুই স্তবক।

বাংলাদেশের রণ সঙ্গীতের গীতিকার কে?
উঃ কাজী নজরুল ইসলাম।

উৎসব অনুষ্ঠানে বাজানো হয় রণ সঙ্গীতের কত চরণ?
উঃ প্রথম ২১ চরন।

বাংলাদেশের রণ সঙ্গীতের সুরকার কে?
উঃ কাজী নজরুল ইসলাম।

আরে জানতে এখানে ক্লিক করেন

Firoz H razu Answered question June 29, 2020
Add a Comment
0

জি খুব ভাল হবে।আপনি যে কোন বিষয়ে লিখেন না কেন, সেটা ইনফোরমেটিভ এবং সুন্দর লেখার মান হতে হবে।আশা করি বুজতে পেরেছেন।আপনি যদি ডিজিটাল মার্কেটিং বিষয়ে জানতে চান তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারেন।ক্লিক করুন

Firoz H razu Answered question June 29, 2020
Add a Comment
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.