আয় করুন ঘরে বসেই – অনলাইন এ আয় করার ১০ টি প্রধান উপায় জেনে নিন

আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভালই আছেন।

আজকে এই পোস্ট এর মাধ্যমে আপনি জানতে পারবেন অনলাইনে আয় করার জন্য ১০ টি প্রধান উপায়।

প্রথমেই বলে নেই অনলাইনে আয় করা খুব সহজ কাজ নয়। আমি আবারো বলছি অনলাইনে আয় করা খুব একটা সহজ কাজ নয়। তবে অনলাইনের যে কোন একটা কাজ নিয়ে আগাইতে থাকলে এবং লেগে থাকলে অবশ্যই আয় করা সম্ভব।

আমি সবাইকে একটা উপদেশ দেই। আরবিতে “লা-তাহযান”। বাংলায় “হতাশ হবেন না”। অর্থাৎ আপনি অনলাইনে কাজ করতে থাকুন, শিখতে থাকুন এক সময় অবশ্যই ভাল ফল পাবেন।কখনও কোন সময়ের জন্য হতাশ হবেন না। আমি আবারো বলছি লা-তাহযান।

দরকার হলে ফ্রিলান্সিং গাইড জেনে নিন এখান থেকে। ফ্রিলান্সিং গাইড

অনলাইন এ আয় করার ১০ টি প্রধান উপায়ঃ

এবার আসি আসল কথায়। সত্যি বলতে অনলাইনে আয় করার যে কত উপায় আছে তা বলে শেষ করা যাবে না। তার মধ্যে ১০ টি প্রধান উপায় নিচে আলোচনা করছি। আপনাকে অবশ্যই এসবের যে কোন একটি উপায় বেছে নিতে হবে এবং সেটি নিয়ে ধৈর্য ধরে শিখতে হবে, সামনের দিকে যেতে হবে। কখনই হতাশ হওয়া যাবে না। ধৈর্য হারা হওয়া যাবে না। যদি এইসব গুন আপনার মধ্যে থাকে তাহলে এই পোস্ট টি আপনার জন্যই।

১। ব্লগ অ্যান্ড ব্লগিং

আপনার লেখালেখি করতে ভাল লাগলে আপনি একটি ব্লগ রান করতে পারেন। ব্লগ এ অ্যাডসেন্স যোগ করে আপনি আয় করতে পারবেন। অন্য এক পোস্টে এ বেপারে বিস্তারিত আলোচনা করব।

বিশ্বের শীর্ষ 10 ব্লগ এবং ব্লগারদের তালিকা এবং তাদের উপার্জন ২০১৯ দেখতে এখানে ক্লিক করতে পারেন।

২। ওয়েব ডেভেলপিং অ্যান্ড প্রোগ্রামিং

আপনি প্রোগ্রামিং করেও অনেক আয় করতে পারেন। অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। নিচে তার কয়েকটি উল্লেখ করা হলঃ

  • C programming language
  • C++
  • java
  • php
  • javascript
  • python
  • swift for apple osx

ওয়েব ডেভেলপিং এর জন্য HTML, CSS, javascript, jquery, php, java ইত্যাদি শিখতে পারেন।

ওয়েব ডেভেলপিং এর জন্য বিভিন্ন CMS(content management system) শিখতে পারেন। যেমনঃ WordPress, joomla, Drupal, magento ইত্যাদি।

যখন মনে করবেন কোন এক প্লাটফর্ম এ আপনি পারদর্শী হয়ে গেছেন তখন আপনি upwork, fiverr, peopleperhour, freelancer, guru, linkedIN jobs ইত্যাদি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ব্যাবহার করতে পারেন। নিচের লিঙ্ক ভিজিট করতে পারেন।

Web Design & Development

কাজ পাওয়ার টিপস 

৩। গ্রাফিক্স ডিজাইন

গ্রাফিক্স ডিজাইন করেও আপনি আয় করতে পারেন। ফটোশপ এলাস্ট্রেটর এর কাজ শিখে বিভিন্ন মার্কেটপ্লেস থেকে কাজ নিয়ে আপনি আয় করতে পারেন। নিচের লিঙ্ক থেকে আপনি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

Graphic Design

এছাড়াও আপনি ডিজাইন এর কাজ করার জন্য 99designs  মার্কেটপ্লেস ব্যাবহার করতে পারেন।

৪। কন্টেন্ট রাইটিং

কন্টেন্ট রাইট করেও আপনি ভাল আয় করতে পারবেন। আর এ জন্য আপনাকে অবশ্যই ইংলিশ রাইটিং এ দক্ষ হতে হবে। বেশির ভাগ মার্কেটপ্লেেসে ইংলিশ রাইটিং এর কাজ পাওয়া যায়।

আপনি ইচ্ছা করলে আমাদের টেকটিউন্স এ কন্টেন্ট রাইট করেও ইঙ্কাম করতে পারেন। এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করতে এখানে ক্লিক করুন।

৫। অ্যাফিলিয়েট মার্কেটিং

Amazon, aliexpress, ebay, walmart ইত্যাদি ইকমার্স সাইট থেকে কোন প্রোডাক্ট আপনার মাধ্যমে বিক্রি হলে সেখান থেকে আপনি কিছু কমিশন পাবেন। এটাই হল অ্যাফিলিয়েট মার্কেটিং। এভাবেও আপনি অনেক ইঙ্কাম করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং অনেক বড় একটা বেপার। অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব।

৬। ডিজিটাল মার্কেটিং

আপনি আপনার স্কিল ডেভেলপ করার পর আপনি আপনার নিজের একটা পোর্টফলিও বানাতে পারেন। সেই পোর্টফলিও মার্কেটিং করার মাধ্যমে আপনি অনেক ক্লায়েন্ট এর কাছ থেকে কাজ পেতে পারেন। লিঙ্কড ইন প্রোফাইল এর মাধ্যমেও আপনি কাজ পেতে পারেন। আপনি আপনার সেলফ মার্কেটিং করে ক্লায়েন্ট স্কাইপ এ নিয়ে এসে ডিসকাস করে কাজ নিতে পারেন। মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিঙ্ক ভিজিট করুন।

ডিজিটাল মার্কেটিং

৭।  ডাটা এন্ট্রি এবং ভারচুয়াল অ্যাসিস্ট্যান্ট

ডাটা এন্ট্রি এবং ভারচুয়াল অ্যাসিস্ট্যান্ট এর কাজ শেখার জন্য ইউটিউব এ অনেক ভিডিও টিউটরিয়াল খুজে পাবেন। সেখান থেকে ভাল ভাবে শিখে স্কিল ডেভেলপ করুন। দিনে ৩ থেকে ৪ ঘণ্টা সময় দিলে আশা করি ১ মাসের মদ্ধেই আপনি পারদর্শী হয়ে উঠবেন। তারপর শুধু প্রফেশনাল কাজ প্রাকটিস করলেই আপনি দক্ষ হয়ে উথবেন।

৮। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO)

এ বেপারে বিস্তারিত জানতে এই লিঙ্ক ভিজিট করুন। Search Engine Optimization – SEO

৯। সিপিএ মার্কেটিং

CPA(cost per action) এর মাধ্যমেও আপনি অনেক আয় করতে পারেন। এ বেপারে বিস্তারিত জানতে নিচের লিঙ্ক ভিজিট করুন।

সি পি এ মার্কেটিং বাংলা

১০। ইউটিউব মার্কেটিং

নিজে ইউনিক ভিডিও ক্রিয়েট করে ইউটিউব এ আপলোড করে এডসেন্স এর মাধ্যমে আয় করতে পারবেন। এ বেপারে বিস্তারিত জানতে নিচের লিঙ্ক ভিজিট করুন।

ইউটিউব থেকে ইনকাম

আশা করি সবকিছুই ভালভাবে বুঝতে পেরেছেন। কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আর টেকটিউন্স এর সাথেই থাকবেন।

Add Comment

Skip to toolbar